জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে অবৈধ ইজিবাইক (টমটম) গাড়ির ব্যাটারি অবৈধ বিদ্যুৎ দিয়ে চার্জের দায়ে ৩ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জানা গেছে, ২ আগষ্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান হয়। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে টমটম গাড়ির ব্যাটারি চার্জ দেয়ার দায়ে উপজেলার ঘোষগাঁও ফেরিঘাট এলাকার গ্রাহক মিজানুর রহমান ও পৌর এলাকার বলবল গ্রামের ফজলু মিয়া এবং একই গ্রামের রফিকুল ইসলামের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, মিজানুর রহমান ৩টি, ফজলু মিয়া ৮টি ও রফিকুল ইসলাম ৩টি টমটম গাড়ির ব্যাটারি অবৈধভাবে চার্জ দেয়া হতো।