নিলুফার জাহান :
মায়ের মধুর ডাকে খোকা
ঘুমের থেকে জাগে
আজান শুনে মসজিদে যায়
নামাজ পড়ে আগে।
ভোরের আলো, মিষ্টি হাওয়া
দোলা প্রাণে লাগে।
পড়াশোনা করতে বসে
বইয়ের পাতা খুলে
পড়া শেষে বড় হবে
হৃদয় সুখে দুলে।
মায়ের সাথে কাজের ফাঁকে
নাস্তা খায় যে তুলে।
স্কুলের সময় হলে পরে
স্কুলে যায় যে চলে
বন্ধুর সাথে হাঁটতে গিয়ে
অনেক কথা বলে
বাসায় ফিরে খাওয়া শেষে
যায় যে খেলার দলে।
মায়ের চোখের মণি খোকা
একদিন বড় হবে
ঘুচবে কালো থাকবে ভালো
সুখে ভরবে তবে
খোকার চোখে অনেক স্বপ্ন
ভালো বলবে সবে।