তোফায়েল আহমেদ টুটুল
পরম তত্তের সাধন তত্ত জ্ঞান তত্ত বিজ্ঞানে
মানুষ বড় হয় জ্ঞানে মঙ্গল কল্যাণ ভুবনে।
মানুষের উচ্চ আসন শুধু মাত্র জ্ঞানের কারণ,
আশরাফুল মাখলুক আল্লাহর কুদরতে সৃজন।
মহান আল্লাহ পরোয়ারে প্রশ্ন যখন করে,
ফেরেস্তাগণ নিরুত্তর সন্তুষ্ট আদমের উত্তরে।
আদম আর ফেরেস্তার মাঝে শ্রেষ্ট মর্যাদা,
জ্ঞান বিচারে দিতে হল আদমকে সেজদা।
পবিত্র কুরআন শরীফ মাঝে সুরা লোকমান,
লোকমান অর্থ হয় জ্ঞানী হেকমতে বিজ্ঞান।
হাদীসে আল ওলামা ওয়ারেসাতুল আম্বিয়া,
আলেম শব্দের অর্থ জ্ঞানী জ্ঞানে আওলিয়া।
জ্ঞানীর নিকটে রয় আল্লাহ রাসুলের ওয়াদা,
অজ্ঞানী কি যোগ্য কভু পেতে জ্ঞানীর মর্যাদা।
আল্লাহর প্রিয় ইনসান করিল যাকে জ্ঞান দান,
যেখানে জ্ঞান সেখানে খোদা মিলিবে সন্ধান।।