আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোলটেবিল বৈঠক

7
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয় আয়োজিত মূল ধারার রাজনীতিতে নারী অন্তর্ভুক্তিকরণ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেটে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে “মূল ধারার রাজনীতিতে নারী অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক গোলটেবিল আলোচনা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মূলদলে অন্তত ৩০% নারী সদস্যের উপস্থিতির লক্ষ্যে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (২২ অক্টোবর) নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের হলরুমে সিলেট মহানগর আওয়ামী লীগ ও মহানগর মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই গোলটেবিল আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন সিলেট মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে মহানগর আওয়ামী লীগের কমিটিতে ৩৩% নারী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ২০ জন দক্ষ নারী নেত্রীর রাজনৈতিক জীবনবৃত্তান্তসহ তালিকা সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগরে পক্ষ থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্যানেল অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এডভোকেট সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসমা আক্তার কামরান।
উক্ত গোলটেবিল আলোচনায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মহানর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহারউদ্দীন জাহাঙ্গীর, এডভোকেট বেলাল, কাউন্সিলর আজম খান প্রমুখ। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব ও চ্যালেঞ্জসমূহ সম্পর্ক বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সদস্য আসমা বেগম, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদা নাজিম রুবি, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হাসনা হেনা চৌধুরী ও মরিয়ম চৌধুরী, শেলী বেগম, সাংগঠনিক সম্পাদক শিপা বেগম সুপা ও নুরুন্নেছা হেনা।
অনুষ্ঠানে ডেমোক্রসি ইন্টারন্যালের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল কোঅর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম। বিজ্ঞপ্তি