মাযহারুল ইসলাম অনিক
শব্দ দিয়ে ভাল্লাগে ভাই
লিখতে নানান ছড়া,
শব্দ দিয়ে করি আমি
শুধু নড়াচড়া।
শব্দ দিয়ে বানাই আমি
নানান রকম ঘুড়ি,
শব্দ দিয়ে শত্র“ বুকে
দ্রোহী আভা ছুড়ি।
শব্দ দিয়ে ভাল্লাগে ভাই
খেলতে নানান খেলা,
শব্দ সুতোয় যায় কেটে যায়
আমার সারাবেলা।
শব্দ দিয়ে বাঁধি আমি
আমার সুখের ঘর,
শব্দ দিয়ে তুলি আমি
জীবন নাশী ঝড়।
শব্দ দিয়ে জ্বালাই আমি
শত্র“ বুকে আগুন,
শব্দ ভয়ে শত্র“গুলো
দেশ ছেড়ে আজ ভাগুন।
শব্দ দিয়ে তুলি আমি
নদীর মাঝে ঢেউ,
শব্দ দিয়ে আঁকবো ছবি
আটকাবে না কেউ।
শব্দ দিয়ে গড়ি আমি
আমার নরম মন,
শব্দ দিয়ে ভাল্লাগে যে
খেলতে সারাক্ষণ।
শব্দ দিয়ে নিই যে আমি
আমার দেহে শ্বাস,
শব্দ সাথে এইতো আমার
সুখের বসবাস।