মেয়র প্রার্থী তাহেরের গণসংযোগ ॥ সিটি কর্পোরেশনকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে

37

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের। তিনি মঙ্গলবার দুপুরে নগরীর কামালগড় মসজিদে জোহরের নামাজ আদায় করে কালিঘাট, কামালগড়, ছড়ারপার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, জনজীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে সিলেট সিটিকে বসবাস উপযোগী শান্তির নগরীতে পরিণত করতে হবে। দুর্নীতি, সন্ত্রাস, স্বজনপ্রীতি ও দলীয়করণের বিরুদ্ধে নগরবাসীকে সচেতন হতে হবে। এই করুণ দশা থেকে বের হওয়ার পথ নগরবাসীকেই খুঁজে বের করতে হবে। তিনি কবিতার ভাষায় বলেন, “মেয়র আসে, মেয়র যায়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়, এই ধারার অবসান চাই, জনমুখে হাসি ফোটাই”। এ নির্মম বাস্তবতা নিরসনকল্পে আমাদের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাতে হবে। তাই তিনি দলমতের উর্ধ্বে আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হরিণ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, দীপক মোদক বিলু, হুমায়ুন রশীদ চৌধুরী, মোঃ মিজানুর রহমান রুমন, মোঃ বদরুল ইসলাম, মোঃ আব্দুল মুকিত, সৈয়দ রাজন আহমদ, মিলাদ আহমদ, আকবর হোসেন শাকিল, রাব্বী, কালাম আহমদ, হাবিব আহমদ, ফাহিম, আশিক আহমদ, হৃদয় আহমদ, সাজ্জাদ, আলমগীর হোসেন রিয়াদ, পিযুষ মোদক, অসিত বর্ধন, সুমন পাল, মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি