গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে বৃদ্ধ আতিকুর রহমান (৭৫) খুনের ঘটনায় জহির উদ্দিন (৩৮) নামে ওই খুনিকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। রবিবার গভীর রাতে এসআই ফয়জুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। সে উপজেলার রানাপিং সত্তখন্ড গ্রামের মৃত সুমিন্দ আলীর ছেলে। ওই খুনি নিহতের আপন চাচাতো ভাই।
উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় নিহত আতিকুর রহমান রানাপিং বাজারের একটি মার্কেটের সামনে বসা ছিলেন। এসময় জহির উদ্দিন দা দিয়ে আতিকুর রহমানের মাথায় কয়েকটি কুপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ওই বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারি পালিয়ে যায় এবং আতিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত বৃদ্ধা খুনির চাচাতো ভাই ও মৃত আসাব উদ্দিনের ছেলে। তবে ঘটনার পর থেকে স্থানীয় অনেকে জানান,অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক রোগী ছিলেন। ঘটনার পরের দিন নিহতের ছেলে সাহেদ আহমদ (৩২) বাদী হয়ে জহির উদ্দিনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাকে আটকের পর গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।