শাবি থেকে সংবাদদাতা :
গ্রীষ্মকালীন অবকাশ, শবে ক্বদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ (২৩ জুন) রবিবার থেকেই পুরোদমে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রায় এক মাসেরও বেশি সময় ছুটি কাটিয়ে শিক্ষক-শিক্ষার্থীরাও ফিরছেন ক্যা¤পাসে। অনেকেই ইতোমধ্যে ক্যা¤পাসে চলে এসেছেন।
ছুটি গত ২১ জুন বৃহ¯পতিবার শেষ হলেও পরের দুইদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মূলতঃ থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতরিক কার্যক্রম শুরু হচ্ছে। এদিকে আবাসিক হল, মেস ও বাসাবাড়িতে অনেক শিক্ষার্থীরা চলে আসায় ক্যা¤পাসে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
“এই কয়দিন ক্যা¤পাস কে অনেক মিস করেছি। আসলে ক্লাস-পরিক্ষা, ক্যা¤পাসে বন্ধুদের সাথে আড্ডা এগুলি নিজেদের অভ্যাসে পরিণত হওয়ায় এখন ক্যা¤পাস বন্ধ থাকলে খারাপই লাগে।” -বলছিলেন ক্যা¤পাসপ্রেমিক কয়েকজন শিক্ষার্থী।