স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকার ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় চাহিদাপত্র তৈরি করে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
তিনি শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সিটি কর্পোরেশন, এলজিইডি, ডিপিএইচই, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি আরও বলেন, সিলেটে বন্যায় সড়ক যোগাযোগের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট পর্যটন নগরী। প্রতিবছর হাজার হাজার পর্যটক সিলেটে ঘুরতে আসেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বন্যায় সড়ক যোগাযোগের দুরাবস্থা সৃষ্টি করে। এ অবস্থার উত্তোরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন।
সভায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীন, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুল ইসলাম, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্ত, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু প্রমুখ। এসময় সিলেটের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি