হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে খোয়াই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে ৮ ঘন্টায় নদীর পানি কমেছে ৯৩ সেন্টিমিটার। সকাল ৮টায় একই পয়েন্টে পানি ছিল বিপদসীমার ২২৮ সেন্টিমিটার উপরে। এ অবস্থায় শহররক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো হুমকির মুখে পড়ে। সাধারণ মানুষের মাঝেও দেখা দেয় আতংক।
পানি উন্নয়ন বোর্ড জানায়, খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায় অতি বৃষ্টিপাত হওয়ার কারণে নদীতে হঠাৎ করে মঙ্গলবার পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়। বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকেল ৪টায় নদীর পানি কমে বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একই সময় খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশস্থল বাল্লা পয়েন্টে পানি বিদসীমার নীচে অবস্থান করছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, পানি খুব দ্রুতই কমছে। আশা করা যাচ্ছে রাতেই পানি খুব তারাতারি বিপদসীমার নিচে নেমে যাবে।