সিলেট সিটি কপোরেশন নির্বাচন ॥ মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ২৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

36

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। গত বুধবার প্রথম দিনে সিলেটে কেউ মনোনয়পত্র সংগ্রহ না করলেও গতকাল বৃহস্পতিবার মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলিমজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন এহসানুল মাহবুব চৌধুরী ও এহসানুল হক তাহের।
সাধারণ কাউন্সিলর পদে মনোননয়ন পত্র সংগ্রহ করেন ১ নং ওয়ার্ডে নিয়াজ মো. আজিজুল করিম, ৮নং ওয়ার্ডের ফয়জলুক হক, মো. ইলিয়াসুর রহমান, শাহেদ আহমদ, ৯নং ওয়ার্ডের মো. মোখলেসুর রহমান, মো. নজরুল ইসলাম, হাফিজুর রহমান, ১০নং ওয়ার্ডের আব্দুল হাকিম, ১২ নং ওয়ার্ডের সিকন্দর আলী, আব্দুল কাদির, ১৬ নং ওয়ার্ডের শাহজাহান আহমদ, ১৮ নং ওয়ার্ডে সামছুর রহমান কামাল, ১৯ নং ওয়ার্ডের দিনার খান, ২১ নং ওয়ার্ডের আব্দুর রকিব তুহিন, মো. দিদার হোসেন, ২৪ নং ওয়ার্ডের সোহেল আহমদ রিপন, ২৫ নং ওয়ার্ডের কফিল উদ্দিন আলমগীর, তাকবির ইসলাম পিন্টু, ২৬ নং ওয়ার্ডে রেজাইল করিম, ২৭ নং ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল ও আজম খান। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬,১৭, ১৮ নং ওয়ার্ডে রোকসানা আক্তার জলি ও ১৯, ২০, ১২ নং ওয়ার্ডে শিবানী দেবরায় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। গত বুধবার সিলেটসহ ৩ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই এ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোটগ্রহণ ৩০ জুলাই।