তীব্র গরমে অতিষ্ঠ সিলেটবাসী, আজ তাপমাত্রা আরও বাড়বে

11

স্টাফ রিপোর্টার :
বিগত কয়েকদিনে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সিলেটবাসীর জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে ছুটছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার তাপমাত্র আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল বুধবার সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে এই গরমে কিছুটা আশার বাণী শুনিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর। সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, কাল শুক্রবার থেকে গরমের তীব্রতা কমবে। পাশাপাশি আগামী ১৭ ও ১৮ জুলাই কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস সূত্রে জানা যায় , গত ৭ জুলাই থেকে সিলেটে তাপমাত্রা বাড়তে শুরু করে। ৭ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ১০ জুলাই ৩৫ দশমিক ৩ ডিগ্রি, ১১ জুলাই ৩৫ দশমিক ৫ ডিগ্রি, ১২ জুলাই ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, সমুদ্রে লো প্রেশার সৃষ্টি হয়েছে। সাধারণত সাইক্লোনের পূর্বে এরকম তাপদাহ হয়। তবে মুনসুনের সাইক্লোন বেশি শক্তিশালী হয় না। এই তাপমাত্রা শুক্রবার থেকেই কমতে শুরু করবে। সিলেটে ১৭ জুলাই থেকে ও সুনামগঞ্জে ১৮ জুলাই তারিখে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।