সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিন – শফিক চৌধুরী

80

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে জয়লাভ করে এবং গণতন্ত্র রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশে^র দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই আজকে স্বপ্নের পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা বিজয়ী হতে পারলেই এই উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। সরকারের উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর নৌকায় ভোট দেয়ার আহব্বান জানান। আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে বছরে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, শিক্ষার হার ও মান উন্নয়ন, শিশু ও নারীসহ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সড়ক, রেল, নৌ-যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষির বিকাশ, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাসহ প্রতিটি ক্ষেত্রেই রূপকল্পে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে। গতকাল ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। এসময় জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু পরিচালানায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. শাহ মোশাহিদ আলী। বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ওসমানীগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, উমরপুর ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, যুক্তরাজ্য স্বেচ্চাবকলীগের যুগ্ম সম্পাদক আরুনোয়ক পাল ঝলক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম সামাদ, আওয়ামীলীগ নেতা সত্যেতেন্দ্র কুমার দেব, পিনাক পানি ভট্রাচার্য্য, রোটারিয়ান কাজি হেলাল, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগের সঞসভাপতি আরিজ আলী, সহ সাধারণ সম্পাদক দিলদার আলী। উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তুফাজ্জল হোসেন, শাহ নুর রহমান শাহ নুর, শাহ ইসমাইল, ইসকন্দর আলী, মোজাহিদ আলী, মোজাহিদ মিয়া, ফারুক মিয়া, ফেরদৌস খান, নেছাওর আলী, মোস্তফা কামাল, কাজী নজরুল। উমরপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ডা: সুমন সূত্রধর, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান চৌধুরী পুলক, এমরন আহমদ, মঞ্জু আহমদ, আলতাফুর রহমান মঞ্জু। উক্ত ইফতার মাহফিলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।