সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বদ্ধপরিকর ———– এডভোকেট মিসবাহ সিরাজ

116

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রতিবন্ধীদের সমাজের উন্নয়নের অংশ হিসেবে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তারা সমাজের অবহেলিত নয়। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বদা আন্তরিক এবং তাদের উন্নয়নে বদ্ধ পরিকর। প্রতিবন্ধীদের স্বাবলম্বি ও প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সব সুযোগ কাজে লাগিয়ে সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এডভোকেট মিসবাহ সিরাজ শুক্রবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ জামেয়া গোয়াবাড়ী মাদরাসার হল রুমে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ¦ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও অফিস সম্পাদক আল আমীন আহমদ নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক সুজাত আলী রফিক, বিশিষ্ট সমাজসেবী প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আব্দুল আহাদ, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ শাহনূর, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জহিরুল হক, সিসিকে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শহিদ আহমদ, আওয়ামীলীগ নেতা ছাব্বির খান।
স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ আল মাহমুদী, ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা মাসুক আহমদ, অর্থ সম্পাদক, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, সিলেট ডেভলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সিরাজ খান, সমাজসেবী আব্দুন নূর, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক হাসান সানী, নির্বাহী সদস্য আব্দুল মুমিন জুবের, ফেরদৌস আলম রাজু, মাজিল আহমদ, সিরাজুল ইসলাম সাজু, গোলাম মোস্তফা খান, রকিব, বাপ্পি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী ইসহাক আহমদ। বিজ্ঞপ্তি