গ্রামীণ ফোন টাওয়ারের ৪৩টি ব্যাটারীসহ ৩ চোর গ্রেফতার

43

স্টাফ রিপোর্টার :
শহরতলীর দাসপাড়া থেকে গ্রামীণ ফোন টাওয়ারের ৪৩টি ব্যাটারী ও চোরাই কাজে ব্যবহৃত একটি গাড়ীসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ৬নং রোডে খিদিরপুর কমিউনিটি ক্লিনিকের উত্তর পাশের ইসলাম উদ্দিন’র বসত বাড়ীর বাউন্ডারী ওয়ালের ভেতর থেকে এসব মালামালগুলোসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গোয়াইনঘাট থানার আসামপাড়ার আবুল হোসেনের পুত্র বাবুল হোসেন (৩০), একই থানার সানকীভাঙ্গা হাওরের রেহাজ উদ্দিনের পুত্র আলীম হোসেন (৩১) ও শাহপরান থানার ৬নং রোড়ের খিদিরপুরের মৃত শহীদ মিয়ার পুত্র মো: ইসলাম উদ্দিন (৩৫)।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে শাহপরাণ (রহ:) থানার এসআই মোঃ মাছুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া ৬নং রোডে খিদিরপুর কমিউনিটি ক্লিনিকের উত্তর পার্শ্বে আসামী ইসলাম উদ্দিন এর বসত বাড়ীর বাউন্ডারী ওয়ালের ভিতরে চোরাই ব্যাটারী নামানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে বাবুল হোসেন, আলীম হোসেন ও মোঃ ইসলাম উদ্দিন গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের অপর অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়। বর্ণিত আসামীগণ সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন সারিঘাট বাজারের পার্শ্বে থাকা গ্রামীণ ফোন টাওয়ার নং-১ হতে বি টি এসরুম হতে ১৯টি বড় ব্যাটারী এবং ২৪টি ছোট ব্যাটারীসহ সর্বমোট ৪৩টি ব্যাটারী এবং চোরাই কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-ঠ-১১-৬৫৪৫) নং নিশান গাড়ী জব্দ তালিকা মূলে জব্দ করেন। মূল ঘটনাস্থলটি জৈন্তাপুর থানার হওয়ায় উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।