কানাইঘাট থেকে সংবাদদাতা :
ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে কানাইঘাট উপজেলা শুমারি কমিটির এক সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকতা তানিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত সভায় ৩য় ধাপে আগামি ২৮ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর ২০১৮ইং পর্যন্ত কানাইঘাট উপজেলায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ খানা শুমারি সঠিক বাবে বাস্তবায়নের লক্ষে সভায় ব্যাপক আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকতা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও সুধী জনদের উপস্থিতে খানা তথ্য ভান্ডার শুমারির কার্জকম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার অতিরিক্ত কামাল উদ্দিন। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, মাঠ পর্যায় এনএইচডির খানা শুমারির কার্যক্রম অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। এর কারন হচ্ছে এই শুমারির মাধ্যমে দেশের সকল মানুষের ডাটাবেইজ গ্রহণ করে সমগ্র জনগোষ্ঠীর তথ্য সম্বলিত সঠিক পরিসখ্যান সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করতে জনসচেতনতা তৈরি করার জন্য জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা সূধীজন সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় উপস্থিত থেকে খানা শুমারি বাস্তবায়নে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসিকান্ত হাজং, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জ্যামস লিও ফারগুশন নানকা, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি সচিব নজমুল ইসলাম, ইয়াহিয়া প্রমুখ।