বিশ্বকাপ মাতাতে পারেন এরাও

43

স্পোর্টস ডেস্ক :
গুণে গুণে নয়দিন পর শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। কে এগিয়ে কে পিছিয়ে এসব নিয়ে চলছে তুমুল বাক বিতণ্ডা। মেসি-নেইমার ছাড়াও অনেক উঠতি তারকা রয়েছে যারা আসতে পারেন লাইম-লাইটে। এরা গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। চোখ রাখতে পারেন এদের উপরও।
বিশ্বকাপ নিয়ে এবারের আয়োজনে আছে এমন ৫ জনের নাম যারা দাপিয়ে বেড়াবেন মাঠ। প্রতিপক্ষের জালে জড়াতে পারেন বল। আসুন জেনে নেয়া যাক তাদের সম্বন্ধে।
১. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) : ফ্রান্সের এ তরুণ তুর্কী ১৭-১৮ মৌসুমে পিএসজিকে জিতিয়েছেন লীগ ওয়ানের ট্রফি। ১৮০ মিলিয়ন ইওরোর বিনিময়ে পিএসজি তাকে দলে ভেড়ায়। তার দুর্দান্ত ফুট-ওয়ার্ক নিশ্চিত ঘুম হারাম করে দিবে প্রতিপক্ষের রক্ষণভাগের প্লেয়ারদের। দেখতে ছোট-খাটো হলেও খেলায় দুর্দান্ত। রাশিয়া বিশ্বকাপে পায়ের যাদু দিয়ে আসতে পারেন শিরোনামে মাত্র ১৯ বছর এমবাপ্পে।
২। গ্যাব্রিয়েল (জেসুস ব্রাজিল) : ২১ বছর বয়সী জেসুস ব্রাজিল কোচ তিতের ধারালো অস্ত্র। তাকে সামলাতে প্রতিপক্ষের কোচকে নিতে হবে বাড়তি প্রস্ততি। ব্রাজিলের হয়ে দিয়েছেন ১৭ ম্যাচে ৯ গোল। ম্যানসিটির এ ফরোয়ার্ডও মাতাতে পারেন রাশিয়া বিশ্বকাপ।
৩। মার্কুস রাশফোর্ড (ইংল্যান্ড) : ইংল্যান্ডের ২০ বছর বয়সী এ তরুণ খেলেন ম্যান-সিটির মত বড় ক্লাবে। গোল করেছেন প্রিমিয়ার লীগ এবং চ্যাম্পিয়ন্স লীগের মত বড় মঞ্চেও। বিশ্বকাপের মত বড় মঞ্চেও রাশফোর্ড গোল দিলে অবাক হওয়ার কিছু থাকবেনা।
৪। রোদ্রিগো বেনটানকুর (উরুগুয়ে) : মাত্র একবছর আগেই আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স থেকে জুভেন্টাসে পাড়ি জমান ২১ বছর বয়সী উরুইগিয়ান স্ট্রাইকার বেনটানকুর। এ মিডফিল্ডার ইতিমধ্যে চিনিয়েছেন নিজের জাত। রাশিয়া বিশ্বকাপে গোল বানানোর কারিগর হতে পারেন সেন্ট্রাল মিডফিল্ডে খেলা বেনটানকুর।
৫। ওসমান ডেমবেলে, (ফ্রান্স) : রাশফোর্ড-বেনটানকুরের চেয়ে অনেক বেশি পরিচিত বার্সায় খেলা ওসমান ডেমবেলে। অনেক নাটকীয়তার পর বার্সা তাকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে ১০৫ মিলিয়ন ইওরো খরচ করে। স্ট্রাইকার-রাইট উইংয়ে খেলা এ তারকা লা লীগা-চ্যাম্পিয়নস লীগের মত বড় মঞ্চেও প্রতিপক্ষের কঠিন পরীক্ষা নিয়েছেন। বিশ্বকাপে ডেমবেলের পা থেকে আসতে পারে অসাধারণ গোল।