সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। তাকওয়া অর্জনের মাস। রমজান মাসে আমাদেরকে অবশ্যই তাকওয়ার গুণাবলি অর্জন করতে হবে। সিয়াম তাকওয়া অর্জনের উপায় শরিয়তের পরিভাষায় আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়, অত্যাচার ও পাপাচার বর্জন করে পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশানুযায়ী মানবজীবন পরিচালনা করার নামই তাকওয়া। তাই আমাদেরকে তাকওয়া বা খোদাভীতি অর্জনের লক্ষ্যে মাহে রমজানের রোজা পালন করতে হবে।
৩০ মে সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোক্তার হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হানিফ আলীর পরিচালনা ও আওয়ামীলীগ নেতা দিলোয়ার হোসেন জিতুর সহযোগিতায় ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটি এম হাছান জেবুল, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম এ মালিক ইমন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদর উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার বশির উদ্দিন ৭নং ওয়ার্ড মেম্বার আনছার আলী, আবুল কালাম আজাদ, সহ সভাপতি দুদু মিয়া, মোবারক হোসেন, দিলোয়ার হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশুর মেলার সভাপতি মোক্তার খা, চান মিয়া, দিলোয়ার হুসেন জিতু, আব্দুল হক, কালাম উদ্দিন, ইমরান আলী, মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সোয়াব আলী, রিয়াজ মিয়া,আব্দুল হক, আওয়ামীলীগ নেতা রমিজ মিয়া, আমির আলী, নুরুদ্দীন সুহরাব, চান মিয়া, আব্দুল জলিল, সাদির মিয়া, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম ফাহিম, ইরন শাহ, ফয়সল আহমদ, মঞ্জিল আহমদ, পারভেজ আহমদ, কছির উদ্দিন, জাকারিয়া আহমদ, কয়েছ আহমদ, সাকির মিয়া মিছবাহ আহমে, আলীনুর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি