পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখতে হবে —ডা. মোর্শেদ আহমদ চৌধুরী

47

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, পরস্পরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে ধারণ করে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। হবিগঞ্জ সমিতি সিলেটে অবস্থিত হবিগঞ্জের মানুষের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছে। পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে হবিগঞ্জ সমিতি সিলেট অনন্য উদাহরণ স্থাপন করেছে।
সিলেটে অবস্থিত হবিগঞ্জবাসীর সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিল গতকাল বুধবার নগরীর ধোপাদিঘীরপারস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্নেল ডা. শাহ আবিদুর রহমান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, সমিতির সহ সভাপতি প্রফেসর ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, সমিতির সহ সভাপতি ও সিসিক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ডা. এ এস এম. হাবিবুল্লাহ সেলিম, রুপালী ব্যাংক, সিলেট-এর ডিজিএম মো. নোমান মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য এ জেড এম. রওশন জেবীন, সমিতির সহ সভাপতি প্রফেসর শামীমা চৌধুরী।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার কমিটির সদস্য এডভোকেট আবুল ফজল, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক শওকত হোসেন রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শফিউল ইসলাম চৌধুরী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম আল হাদী। বিজ্ঞপ্তি