জুড়ী থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য শহিদুল আলম শিমুলকে তার অপকর্মের কথা জিজ্ঞেস করলে দৈনিক মানবজমিন ও কাজিরবাজার এর বড়লেখা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বড়লেখা ও জুড়ী শাখার সাধারন সম্পাদক মোঃ রুয়েল কামালের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ২৯ মে এ ব্যাপারে বড়লেখা থানায় মামলা হয়েছে। মামলার সাক্ষীকে হুমকি ও তার উপর হামলা করতে খুঁজে বেড়াচ্ছে তার লোকেরা। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ব্যবসায়ী নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখার কাঁঠালতলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শহিদুল আলম শিমূল গত জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার বিভিন্ন বিষয়ের ফরিয়াদীগণ তার শরণাপন্ন হলে ওই এলাকার প্রচলিত সালিশের নিয়ম অনুযায়ী বাদী-বিবাদীর নিকট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিজ জিম্মায় নিয়া পরবর্তীতে বিচার শেষ হওয়ার পর নিয়ম মোতাবেক পক্ষগণকে জামানতের টাকা ফেরত না দিয়া নিজে আত্মসাৎ করে এলাকার জনগনের ক্ষতি সাধন করে আসছেন। তাছাড়া তিনি জনগণের সহিত দুর্ব্যবহার অন্যায় আচরণ পূর্বক একটি লাইসেন্সধারী অস্ত্র বহণ করতঃ তা যত্রতত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এলাকায়। তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদের নিকট মৌখিক ভাবে বিচারপ্রার্থী হন। বিষয়টির সত্যতা স্বীকার করে হুইপ জানান, সাংবাদিকের উপরও হামলার বিষয়টি তিনি জেনেছেন, ঢাকা থেকে এলাকায় আসলে তিনি হস্তক্ষেপ করে বিষয়টির সমাধান করবেন।