কাজিরবাজার ডেস্ক :
শ্রমঘন এলাকায় অঞ্চলভিত্তিক ঈদের ছুটির আগে ১৪ জুনের মধ্যে শিল্প কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর-কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়া সুবিধামতো জুন মাসের বেতনের কিছু অংশও দেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা বাধ্যবাধকতা নয়। আমরা মালিকদের অনুরোধ করেছি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬, ১৭ মে ঈদুল ফিতর উদযাপিতত হবে। অঞ্চলভিত্তিক ছুটির বিষয়টি বিজিএমইএ এবং বিকেএমইএ নির্ধারণ করবে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী, পরবর্তী মাসের সাত কর্ম দিবসের মধ্যে আগের মাসের বেতন দিতে হয়। তারা এমনিতেই দিয়ে থাকেন, তারপরও আমরা অতিসতর্কতার জন্য বলছি যাতে ঠিকভাবে দিয়ে দেন। এ ছাড়া ঈদের উৎসব ভাতাটা যেন সময়মতো দিয়ে দেন।
রাষ্ট্রীয় শিল্প-কারখানাগুলোকেও সময়মতো বেতন-ভাতা পরিশোধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করে প্রতিমন্ত্রী বলেন, যাতে ওই সমস্ত কারখানার শ্রমিকরাও আনন্দঘন পরিবেশে ঈদ করতে পারেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি ছাড়াও মন্ত্রণালয়, পুলিশ, বিজিএমইএ, বিকেএমইএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।