দ্রুত ক্লাস ও পরীক্ষা চালু করার দাবিতে শাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

2

শাবি প্রতিনিধি

দ্রæত সময়ের মাঝে ক্লাস ও পরীক্ষা শুরু করার দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, বিভিন্ন আন্দোলন, কোভিড, দুর্যোগসহ নানা কারণে আমরা সেশনজটের কবলে পড়ে গেছি। এই অবস্থায় দ্রæত সময়ের মাঝে ক্লাস ও পরীক্ষা শুরু করে আমাদের ক্লাসে ফেরার সুযোগ দিন। আগামী রবিবারের মাঝে উপাচার্য নিয়োগের দাবিও জানাচ্ছি। এসময় দ্রæত ছেলেদের বন্ধ হল খোলে দেয়ার দাবিও জানায় বক্তারা।
কর্মসূচিতে শাবির শিক্ষার্থী আবদুল্লাহ আল তায়েব, দেলোয়ার হোসন শিশির, কিরন হাওলাদার, মুরাদ হোসাইন, রাদিয়া পারভীন পিংকি বক্তব্য প্রদান করেন।