খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

13

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলিতে নিহত হওয়ার ২৬ ঘন্টা পরে লাশ হস্তান্তর করে বিএসএফ। এর আগে নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলে দীর্ঘ সময়। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন (৩০) ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ (৩২)। এ ঘটনায় একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে নবী হুসেন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও তারা ভারতে প্রবেশ করে। সন্ধ্যার দিকে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছেন আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন।