সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগণের সম্মানে বুধবার সিলেট নগরীর তালতালাস্থ গুলশান হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আ.ন.ম. শফিকুল হক। এসময় তিনি বলেন, রনজিত সরকার সব সময় এলাকার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ভাবে। তার আপাদমস্তক জনসেবায় নিয়োজিত করতে চায়। রনজিত সরকার আপনাদের এলাকার সুসন্তান। আপনারাই তাকে এলাকার উন্নয়ন ও আপনাদের সেবা করার সুুযোগ দিন। তাই আগামী নির্বাচনে রনজিত সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে এ সুবর্ণ সুযোগ দিন।
জামাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর হিফজুল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল ছুবহান, সুলেমানপুর আলীয়া মাদ্রাসার সুপার মৌলভী কবির হোসেন, কলিপুর নেহারীয়া দাখিল মাদ্রাসার সুপার মৌলভী নুরুল ইসলাম, শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মো. মাহমুদুল ্হাসান, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, প্রধানশিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মধ্যনগর দাখিল মাদ্রাসার সুপার মাও. শামছুল হক, নওয়াগাও অস্টগ্রাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল নুর উদ্দিন, বাদাঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান মো. তাজুল ইসলাম, বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভুইয়া, আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, তীর্যখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম, লক্ষীপুর তাওয়াকুলিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মিসবাউর রহমান, হাজী জুলেখা তায়েব মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আনোয়ারপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র সাহা, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র তালুকদার, কালাগাও দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, কালিজুরী মাদ্রাসার প্রিন্সিপাল মো. হারিছ উদ্দিন প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আব্দুল খালেক। বিজ্ঞপ্তি