হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় প্রায় ১ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মৃত্তিমহল গ্রামের বাসিন্দা। জানা যায়,মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট গামী ট্রাক ঢাকা মেট্রো ট(১১-২২৭১) ও সিলেট থেকে ঢাকাগামী বৈদ্যুতিক খুঁটি বুঝাই ট্রাক ঢাকা মেট্রো ট(১১-২২৮৭) ঢাকা সিলেট মহাসড়কের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই উভয় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় ট্রাক গুলো দুমড়ে মুচড়ে যায়। এতে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের চালক কামাল হোসেন(৩২) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ থাকে। উভয় পাশে আটকা পড়ে কয়েক শতাধিক যানবাহন এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক চালকের লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করেন। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়, পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।