আবু আফজাল মোহাঃ সালেহ
এলে তুমি এলোকেশে, হন্তদন্ত হয়ে
উসকো-খুশকো সাদা-কালো চুলে।
চোখের পাতায় কালো, বলিরেখা মুখমন্ডলে;
যেন অযুত সমুদ্রের জল শুকিয়েছে তোমার চোখে।
এমন তো কথা ছিল না!
ঢুলুঢুলু চোখে, কথা যাচ্ছে জড়িয়ে
মতিভ্রম হচ্ছে তোমার, যেন হাজার দিনের ক্লান্তি নিয়ে এলে।
কিন্তু তোমার মিষ্টিকন্ঠে মন্ত্রমুগ্ধ হতেম আমরা,
তোমার নীল চোখে পথভ্রষ্ট হত হাজার যুবক
এমনকি যুবতীও শতশত!
কী হল তোমার! বুঝি না
ওহ, বুঝতে চাই না আমি!