কমলগঞ্জে ১ লক্ষ টাকা জরিমানা আদায়

65

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি ব্রিকস ফিল্ড ও ১টি বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।
জানা যায়, বুধবার (৯ মে) বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে বড়গাছ অবস্থিত মেসার্স জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, লংগুরপাড় অবস্থিত স্কাই ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, ভানুগাছ বাজার অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ২০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জরিমানা আদায়ের নিশ্চয়তা করেন।