মাহে রমজানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের র‌্যালি ॥ শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষাকে গ্রহণ করতে হবে

36

কুরআন পড়ুন, কুরআন বুঝুন, আল-কুরআনের সমাজ গড়ুন এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
শনিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালিটি হাউজিং এস্টেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নগর সেক্রেটারি সিদ্দিক আহমদের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আবদুল্লাহ আল-ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল-ফারুক ছাত্রশিবিরের পক্ষ থেকে নগরবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে ঝঞ্জাবিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজান যেই শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে।
আবদুল্লাহ আল-ফারুক আরো বলেন,মাহে রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উক্ত বর্ণাঢ্য র‌্যালিতে মহানগর শিবিরের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি