মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলে কাজ করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশের গরীর মানুষ আরো গরীব হয়ে যাবে। তিনি আরো বলেন, বর্তমানে দেশে টাকার কোন অভাব নাই। প্রবাসীদের পাঠানো টাকায় দেশ এগিয়ে যাচ্ছে।
১১ মে শনিবার জগন্নাথপুরে ১৯৮ টি পরিবারের মধ্যে সরকারিভাবে নতুন ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) শাহদাত হোসেন, সহকারি কর্মকর্তা সাইফুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ’লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।