স্টাফ রিপোর্টার :
কোতোয়ালী থানায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক কনষ্টেবলের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। গত ২ মে দুপুর ১ টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে। গত সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার কনষ্টেবল নং-৬৫৬। নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি হবিগঞ্জ সদর থানার জিলি রাজারভাগ গ্রামে। তিনি ২ বছর ধরে কোতোয়ালী থানার ওসির গাড়ীর চালক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে কোতোয়ালী থানার ভেতরের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে গাছে উঠেন কনষ্টেবল জাহাঙ্গীর আলম। এ সময় তিনি অসাবধানতাবশত: নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে পরে জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি গত ৭ মে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে ওইদিন রাত ১০ টার দিকে রাজারভাগে নিহত জাহাঙ্গীর আলমের শেষ নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কনষ্টেবল জাহাঙ্গীর আলমের স্ত্রী ও ১ বছরের এক মেয়ে রয়েছে।