কানাইঘাটে বজ্রপাতে নিহত ৩ জনের পরিবারকে অনুদান প্রদান

32

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে বজ্রপাতে নিহত শিশু তোফায়েল আহমদ তামিম (১১) ও সালমান আহমদ (১২) ও ইয়াহিয়া (২৮) এর পরিবারকে সরকারি ভাবে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ ১০হাজার টাকা করে তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুদানের টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন কানাইঘাট বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলী, ১নং ওর্য়াডের ইউ.পি সদস্য আজিজুর রহমান, ৭নং ওর্য়াডের সদস্য ওলিউর রহমান, কানাইঘ্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর বজ্রপাতে নিহত তোফায়েল আহমদ তামিমের পিতা বড়চতুল ইউ.পির হারাতৈল উপর বড়াই গ্রামের করিম আলী, সালমান আহমদের পিতা ফখরুল আহমদ ও রায়পুর গ্রামের ইয়াহিয়ার পিতা ইলিয়াছ আলী প্রমুখ।