কর্মী হিসেবে আমি উন্নয়ন করেছি মন্ত্রী হিসাবে নয় – শিক্ষামন্ত্রী

87

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যাপক কর্মপদ্ধতি গ্রহন করেছে। বিশেষ করে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে নারী শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষায় নারীরা ছেলেদের চেয়ে সংখ্যায় এগিয়ে। ঝরে পড়া রোধে ৪০ ভাগ শিক্ষার্থীকে মেধাবৃত্তির আওতায় আনা হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। আমরা অর্থনৈতিক দিক দিয়ে দরিদ্র হতে পারি, মেধার দিক দিয়ে নয়। তিনি রবিবার সকাল ১০টায় গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৩টি নতুন ভবন উদ্বোধন ও ১টি ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের কর্মী হয়ে এসব উন্নয়নমূলক কাজ করছি, মন্ত্রী হিসাবে নয়। স্বাধীনতা বিরোধী শত্রুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার সুদৃঢ় নেতৃত্বে তা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বিশ্বের মানচিত্রে গৌরবান্বিত করে তুলেছেন। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার দেখিয়ে দিয়েছে, স্বল্প সময়ে দেশের উন্নতি কীভাবে করতে হয়। ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি শাহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুশ শহীদ খানের পরিচালনায় এবং শিক্ষক জয়নাল আবেদীন এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা এনামুল হক রুহেল, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রভাষক ও সিলেটের ডাকের স্টাফ রিােপাটার ইফনুছ চৌধুরী,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছলমান আহমদ চোধুরী, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পাপিয়া মেহজাবিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাশ, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, স্কাউটস আঞ্চলিক উপ-কমিশনার ডাঃ সিরাজুল ইসলাম, রোটারিয়ান মঞ্জুর আহমদ, আমুড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব মছন মিয়া, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ কার্তিক মোহন শর্মা, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুশ শহিদ খান জিলা, আব্দুল নুর মছলাই, নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সদস্য আলা উদ্দিন, মোঃ আব্দুল জলিল, জেলা যুবলীগ নেতা এডভোকেট ফরহাদ হোসেন রুবেন, আজমল হোসেন মনি, জেলা ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক হোসেন আহমদ, পেীর ছাত্রলীগ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।