স্টাফ রিপোর্টার :
নগরীর লামাবাজারের প্রধান সড়কের পাশে থাকা সিটি করপোরেশনের ডাস্টবিনের ভেতরে শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান-লামাবাজারের প্রধান সড়কের পাশে থাকা ডাস্টবিনের মধ্যে থেকে পুলিশ এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। লাশটি শপিং ব্যাগের ভেতরে রাখা ছিল।