কানাইঘাট থেকে সংবাদদাতা :
‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নিসচার কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, নিসচা’র কানাইঘাট শাখার সহ সভাপতি সাংবাদিক আব্দুন নুর, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ।