মৌলভীবাজারে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

32

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছাতারখাই গ্রামের হারুন অর রশিদ হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন মৌলভীবাজার দায়রা জজ আদালত।
(১৭এপ্রিল) মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা আসামীরা হল বড়লেখা উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুল বারির ছেলে আছার উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে সমজ আলী (২০)। মামলার অপর দুই আসামি বদরুল ইসলাম ও হারুনকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত কৌঁশলী কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৬ সালের ২৩ মে আছার উদ্দিন এবং হারুন অর রশিদের মধ্যে টাকা নিয়ে বাক-বিতন্ডা হয়। এরপর আসামিরা হারুনকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এলাকায় প্রচারণা চালায় রশিদ আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি আছার উদ্দিন, সমজ আলী, বদরুল ইসলাম এবং হারুনকে গ্রেফতার করে।
সাক্ষীদের জবানবন্দি শেষে আছার উদ্দিন ও সমজ আলী দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। এছাড়া তাদেরকে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
আসামিপক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ও আশরাফ উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত: ২০০৬ সালের ২৩ মে বড়লেখা উপজেলার ছাতারখাই গ্রামের আব্দুল শুক্কুরের পুকুরের পাড় থেকে একই গ্রামের আব্দুল আহাদ এর ছেলে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৬ মে আহাদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়লেখায় থানায় হত্যা মামলা দায়ের করেন।