ওসমানীনগরে অস্ত্রের সন্ধানে মাটি খনন

22

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের উমর ইউনিয়নের বড় ইসবপুর গ্রাম সংলগ্ন প্রকাশিত মধু মিয়ার পরিত্যক্ত ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধারের পর আরো অস্ত্রের সন্ধানে ওই ডোবায় মাটি খনন করছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ওসমানীনগর থানার এসআই মো: মুমিনুল ইসলাম বাদি হয়ে শনিবার অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং-৮।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আল-মামুন গতকাল রবিবার সাংবাদিকদের জানান, কিছু দিন আগে পুলিশের হাতে গ্রেফতার হয় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য তোফায়েল ওরফে তোফা। তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে স্থানীয় ডাকাত শাহজানের স্ত্রী শারমীনকে গত বৃস্পতিবার আটক করা হয়। আটক শারমীনের দেয়া তথ্যের ভিত্তিতে ওই ডোবা সেচে ও কচুরিপানা পরিষ্কার করে শুক্রবার ১টি দু’নালা বন্দুক, ১টি কাটা রাইফেল ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আরো অস্ত্র থাকতে পারে এমন সন্ধেহে ঐ ডোবায় এখন মাটি খনন করা হচ্ছে। এদিকে গতকাল রবিবার ডাকাত তোফা ও ডাকাত শাহজানের স্ত্রী শারমীনকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।