শাহরুবা চৌধুরী
পাহাড় ঘুরে বাতাস এসে ঘুমিয়ে পড়েছে
ফ্ল্যাটের বারান্দায়। ধ্যানমগ্ন ঋষিরা তাকিয়ে দেখেন
শুকিয়ে যাওয়া নদী থেকে মাছগুলো কিভাবে
উড়ে যাচ্ছে মেঘের সন্ধানে।
দল বদলে ইঁদুর-দৌড়ে টুপির মাথায় টিকে বেঁধে
এক পা শূন্যে তুলে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি বক
অনেকটা মন্দির মসজিদের পথে
হাত পেতে গান গাওয়া ভিক্ষুকের মতো।