বাংলাদেশ বন্ধু সমাজ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় সদস্য আবু তাহেরকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে এবং জিল্লুর রহমান জিলুকে সাংবদিকতায় অবদানের স্বীকৃতি স্বরুপ ঢাকায় শেরে বাংলা এওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে উপশহরস্থ মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্সে বাংলাদেশ বন্ধু সমাজ সিলেট জেলা শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কলামিষ্ট লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব কমান্ড নেতা মনজ কপালী মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধু সমাজের কেন্দ্রীয় সভাপতি এফ আহমেদ খান রাজিব, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, আদিবাসী নেতা বাবু সমরজিৎ সিংহ, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আবু তাহের, জিল্লুর রহমান, বাংলাদেশ বন্ধু সমাজ সিলেট জেলার সভাপতি মো. আলম, জাগরণ যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মনসুর মুন্না, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল কাদির প্রমুখ।
শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধু ভোগের রাজনীতি করেননি। আজীবন ত্যাগের রাজনীতি করেছেন। তার কন্যারাও ত্যাগের রাজনীতি করছেন। আওয়ামী লীগের রাজনীতির মূল আদর্শ ত্যাগের। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ বন্ধু সমাজ সিলেট জেলা শাখার সকল নেতৃবৃন্দকে আহবান জানান। বিজ্ঞপ্তি