৪ দফা দাবী বাস্তবায়নের আশ্বাস ॥ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচি স্থগিত

31

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর পূর্বাঞ্চলীয় কমিটি ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের ব্যাপারে বিভাগীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল (৪ এপ্রিল) বুধবার বিকেলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আয়োজিত প্রশাসন ও শ্রমিক প্রতিনিধিদের দ্বি-পক্ষীয় বৈঠকে দীর্ঘ আলোচনার পর শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, ৪ দফা দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটি গত (১ এপ্রিল) রবিবার থেকে সিলেট বিভাগে এবং ২ এপ্রিল সোমবার থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে একই সাথে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ পর্যন্ত সিলেটের বিভাগীয় প্রশাসনের অনুরোধে ওইদিন-ই বিকেল ৫টায় স্থগিত করা হয়। এই পরিপ্রেক্ষিতে রবিবার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজমল হোসেন চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ও বাহুবল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন। তাদের সাথে অন্যদের মধ্যে অংশ নেন বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম আলী প্রমুখ। পক্ষান্তরের ট্যাংকলরি শ্রমিকদের পক্ষে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর সভাপতি এবং পূর্বাঞ্চলীয় কমিটির আহবায়ক হাজী মোঃ শাহজাহান ভূইয়ার নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, অন্যতম উপদেষ্টা মনির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল নাথ, সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২১৭৪)-এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, শ্রমিক নেতা মক্তজিল আলী, রাজু ফারুকী, কাশেম আলী প্রমুখ। বৈঠকে সামগ্রিক তথ্য সরবরাহ করেন শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটির প্রধান অফিস সহকারী মোঃ রকিব হাসান। বিজ্ঞপ্তি