কমলগঞ্জে চা বাগান স্বাস্থ্য কর্মীদের প্রথম সম্মেলন

47

কমলগঞ্জ থেকে সংবাদদাতা ;
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগানে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন চা বাগান স্বাস্থ্যকর্মীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (১ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টায় আলীনগর চা বাগানের ফাঁড়ি বাগান সুনছড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারাপাশা চা বাগানের স্বাস্থ্য কর্মী হেমন্তী কালোয়ারের সভাপতিত্বে প্রিয়া কৈরীর সঞ্চালনায় চা বাগানের ইতিহাসে প্রথম স্বাস্থ্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের লংলা ভেলী(অঞ্চলের)-র সাধারন সম্পাদক সঞ্জু গোস্বামী,মনু ধলই ভেলীর সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা, জুড়ি ভেলীর সাধারন সম্পাদক রতন পাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিনা কৈরী, জয়ন্তী কর,লনিনী নায়েক, উদয় মনি মুন্ডা, দিপালী বড়–য়া ও সজল কৈরী।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ চা চিল্পাঞ্চলে এই প্রথম চা বাগানের স্বাস্থ্যকর্মীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হল। তারা সবাই চা বাগানের শ্রমিকদের মজুরির সমতুল্য দৈনিক মাত্র ৮৫ টাকা মজুরিতে কাজ করছে। চা বাগান মালিক পক্ষ মজুরি চুক্তি করেও গত এক বছর ধওের তা বাস্তবায়নে কোন উদ্যোগ নিচ্ছে না। এমই কঠিন সময়ে চা বাগান স্বাস্থ্যকর্মীদের ঐক্যবদ্ধ সম্মেলন চা শ্রমিকদের আন্দোলনকে আরও বেগবান করবে।
সম্মেলনে চা বাগান স্বাস্থ্যকর্মীরা দাবি জানিয়ে বলেন, তারা স্বাস্থ্য সেবায় দিনরাত কাজ করছেন। বাগান কর্তৃপক্ষ দৈনিক শ্রমিক মজুরীর সমপরিমাণ থেকে বাড়িতে মাসিক বেতরহারে গ্রহনযোগ্য বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। তারা আরও বলেন একজন সরকারী স্বাস্থ্যকর্মী যে পরিশ্রম করেন ঠিক সেই হিসাবে চা বাগানের স্বাস্থ্যকর্মীও পরিশ্রম করছেন। সুতরাং তাদওে এ দাবির দিকে সরকারেরও নগর দেওয়া উচিত বলে বক্তারা বলেন।
সম্মেলনে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি প্রধান ও ফাঁড়ি বাগান মিলিয়ে মোট ২৮টি চা বাগানের দুই শতাধিক স্বাস্থ্যকর্মী অংশ গ্রহন করেন।