দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে টিআর প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরের ১ম পর্যায়ের বরাদ্দকৃত পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম রাস্তা হতে কুদিরাই গ্রামের আলী হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ করার জন্য আজ থেকে প্রায় ৯ মাস পূর্বে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু উক্তবরাদ্দের টাকা স্থানীয় ইউপি সদস্য ছোরাব আলী একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি করে উক্ত টাকা উত্তোলন করে ভাগ ভাটোয়ারার মাধ্যমে স¤পূর্ণ টাকা আত্মসাৎ করেন বলেন উল্লেখ করা হয়।
এ ব্যাপারে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য ছোরাব আলী বলেন, যে রাস্তার জন্য বরাদ্দ পাশ হয়েছিল সেই রাস্তায় মাটি ফেলতে গ্রামের লোকজন বাঁধা দিয়েছিলেন, তাই পাশের আরেকটি রাস্তায় আমি কাজ করাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।