ওসামনীনগরে ডাকাতির চেষ্টা, আটক ১, পুলিশের বাসায় চুরি

33

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে ডাকাতি চেষ্টাকালে লিকসন মিয়া (৩১) নামের ব্যক্তি আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে ৮-১০ জনের ডাকাত দল উপজেলার সিলমানপুর গ্রামের হাজী শওকত আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সীমানা প্রাচীরের তালা ভাঙার চেষ্টা করে। এ সময় গ্রামের দুই যুবক সিলেট শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। শওকত আলীর বাড়ির সামনে থাকা ডাকাতদের পরিচয় জানতে চান তারা। তখন দুই ভাগে বিভক্ত থাকা ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যুবকরা লিকসন মিয়াকে ধরে ফেলেন। যুবকরা ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসীরা জড়ো হয়ে আটক ডাকাত দলের সদস্য লিকসনকে গণধোলাই দিয়ে ওসমানীনগর থানা পুলিশের নিকট সোপর্দ করেন। আটক হওয়া লিকসনের বাড়ি ওসমানীনগরের লামা ইসবপুর গ্রামে।
এদিকে বুধবার দিবাগত রাতে ওসমানীনগর থানার সাবেক এসআই বর্তমান গোলাপগঞ্জ-বিয়ানী বাজার কোর্টে দায়িত্বরত শেখ রকিবুল ইসলামের উপজেলার গোয়ালাবাজারস্থ ছালেক মঞ্জিলের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসআই শেখ রাকিবুল ইসলাম জানান, বসত ঘরের পেছনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরের মধ্যে প্রবেশ করে। চোরেরা ঘরের ভিতর চেতনানাশক স্প্রে ছিটালে তিনিসহ ঘরের সবাই অচেতন হয়ে পড়েন। চোরেরা ঘরে থাকা একটি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোনসহ কিছু মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহত ডাকাতকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।