অগ্নি ঝরা মার্চ

68

জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ২১ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এসে নামলে বাঙালিরা শ্লোগান দিতে থাকে ‘ভুট্টোর মুখে লাথি মার-বাংলাদেশ স্বাধীন কর’। নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে এসে পৌঁছেন। হোটেলের সামনে হাজার হাজার মিছিলকারীরা ভুট্টো তুমি ফিরে যাও শ্লোগান দিতে থাকে। আজ ছিল ইয়াহইয়া-বঙ্গবন্ধুর সাথে বৈঠকের ৫ম দিন। আলোচনা সভায় বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ ও ইয়াহইয়ার সাথে ছিল তার উপদেষ্টা বিচারপতি কর্ণেলিয়াস। এই বৈঠকে বঙ্গবন্ধু আওয়ামীলীগের চার দফা দাবি উত্থাপন করেন। এদিন ন্যাপ নেতা ওয়ালি খান বলেন, মার্শাল তুলে নিতে হবে- যুক্তভাবে বসবাস করতে হলে শেখ মুজিবুর রহমানের ফর্মুলা মানতে হবে। এদিন জাতীয় শ্রমিক লীগ পশ্চিম পাকিস্তানের পণ্য বর্জনের আহ্বান জানায়। জনগণ এ আহবান মেনে নেয়। শিল্পাচার্য জয়নুল আবেদীন মুক্তিযুদ্ধের ছবি আঁকেন- যা পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে দেয়া হয়। এসব ছবি বাঙালিকে অনুপ্রাণিত করে।