জাফলংয়ে পাথর ভাঙ্গা শিল্পে শিশু শ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ সভা

24

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাফলংয়ে পাথর ভাঙ্গা শিল্পে শিশু শ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাফলংয়ের মামার বাজারে একটি রেস্টুরেন্টে স্থানীয় জনপ্রতিনিধি, স্টোন ক্রাশার মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট এবং বাংলাদেশ লেবার ফেডারেশন এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির। বিএলএফ উত্তর সিলেট শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট এর শ্রম পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট এর শ্রম পরিদর্শক মো. ফজলুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, স্টোন ক্রাশার মিল মালিক মকবুল হোসেন, সেলিম মিয়া, জয়নাল আবেদিন প্রমুখ।