অগ্নি ঝরা মার্চ

41

জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ১৩ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে সামরিক আইন জারি করে। ফলে ঢাকা শহর সহ অফিস আদালতে মানুষ চলাচল কমে যায়। শহর ফাঁকা হয়ে পড়ে। আন্দোলন রুখতে জারি করা সামরিক আইনে আদেশ করা হয় যেসব বেসামরিক কর্মচারী প্রতিরক্ষা খাত হতে বেতন দেয়া হয় এবং সরকারি সকল সংস্থা সকলকে ২৫ মার্চ সকাল ৯টা ভেতরে স্ব স্ব কাজে যোগদান করতে হবে। যদি কেউ কর্মস্থলে যোগদান হতে না পারেন তা হলে তিনি চাকুরী থেকে বরখাস্ত হতে পারেন। এই আদেশ না মানা হলে তা ২৫নং সামরিক আইন বিধির আওতায় পড়বে। এ সামরিক আইন জারির পর বাঙালিরা আরো বিদ্রোহী হয়ে উঠেন। এ অবস্থায় ঢাকাসহ সারা দেশে অব্যাহত থাকে মিছিল ও সমাবেশ। সামরিক আইন জারি করে ইয়াহইয়া গোপনে পাকিস্তানী সৈন্য আনতে শুরু করে। এ সুযোগে পাকিস্তানী নাগরিকরা দলে দলে দেশ ত্যাগ করতে থাকে পাকিস্তানী বাহিনী বিভিন্ন স্থানে বাঙালি নিধনের কর্মকান্ড শুরু করে। এদিকে পাকিস্তানের গণপরিষদ এর বৈঠক নিয়ে চলে নানা প্রকার টালবাহানা। সারাদেশ তখন স্বাধীনতার জন্য উত্তাল হয়ে উঠেছে।