ছোট বেলার স্মৃতি

96

আয়েশা সিদ্দিকা আতিকা

ঐ যে দূরের মাঠটাতে
যায় হারিয়ে মন
স্মৃতিতে ভেসে ওঠে
ছোট বেলার ক্ষণ।

ডানামেলা পাখির মতো
ছুটে চলতাম ইচ্ছেমতো
প্রজাপতি ধরতে গিয়ে
কতই না আনন্দ হতো।

রোজ প্রভাতে চুপি চুপি
খুলে দিয়ে দোর
ইচ্ছে মতন ছুটতাম নিয়ে
ভালোলাগার ঘোর।

ছোট বেলার মধুর স্মৃতি
সে কি ভুলা যায়
ফিরে ফিরে এ মন ছুটে
সেসব স্মৃতির নায়।