বর্তমান সরকারের যুগান্তকারী কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশ আজ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। তিনি ৮ মার্চ বিকাল ৩টায় জেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রাঙ্গণে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার। বক্তারা সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি আরও বলেন-ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে এদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। যার সুফল পাচ্ছে দেশের আপামর জনতা। বর্তমান সরকারকে নারী বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন-নারীদের কল্যাণে এ সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে নারীরা আজ পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে সমভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি