হাজেরা সুলতানা হাসি
আবুলের ছেলে বাবুল
করলো সে কী কান্ডখানা,
পুড়লো মুখে আস্ত পুটি
ভাজা খেতে তার যে মানা!
মা দেখে কন করলি এ কী
কি হয়েছে বাছা!
বাবুল বলে মিছে তো নয়
দেখছো তো হাছা।
মা বলেন ওরে হতচ্ছারা
করলি একি তুই,
এতোটাদিন মানলে আর
আছে দিন কি দুই।
বাবুল বলে গোমরো মুখে
হবে না আর এমন,
মানবো কথা মাগো তোমার
তুমি বলো যেমন।
হেসে বলে আম্মু সোনা
ওরে আমার বাবুল,
তুর ভালোতে বলি সব
আর করিস না ভুল।
বাবুল সোনা লক্ষি সোনা
একটু আধুক দুষ্ট,
ওর জন্য সবার আদর
নয়তো কেউ রুষ্ট।
দুষ্টুমি আর আদুরীপনায়
যাচ্ছে কেটে দিন,
ধীরে ধীরে ছোট বেলা
যাচ্ছে হয়ে বিলীন।
বাবুল সোনা একদিন হবে
অনেক বড় ডাক্তার,
মনের মাঝে অনেক আশা
বাবা দাদা এবং মার।
বাবুল সোনা চুপটি তাই
পড়ায় দেয় মন,
অনেক বড় হতে হবে
এই করেছে পণ।
দু:খি যারা তাদের সেবা
করবে হয়ে ডাক্তার,
ঘুছাবে দু:খ ফুটাবে হাসি
অন্য ভাবনা নেই আর।