খালেদা আক্তার অনন্যা
হৃদয় ঘরে নাচন ধরে
স্বপ্ন হাজার রকম,
তালে লয়ে নয়ে ছয়ে
নাচে নেয় না দম!
যতই চাই, রেহাই নাই
নেশা চেপে বসে,
নেশার ঘোরে উলটে পরে
পাই আঘাত কষে!
ঘোর কাটে আলো হাটে
রোদের ঝিলিক চোখে,
স্বপ্ন রেখে চাদরে ঢেকে
হাটি সাহস বুকে।
স্বপ্নের জগতে হবে ঠকতে
লড়ো বাস্তবে তাই,
কাজ করো,ছোট বড়
তাতে কোন লাজ নাই।