বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই দেশপ্রেমিক জনতা সফল হতে দিবে না। শহীদ জিয়া এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন আর গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন শহীদ জিয়ার পরিবার। অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী বাকশালী সরকারের ষড়যন্ত্রের ফসল ১/১১ এর মঈন-ফখর উদ্দিন সরকার বিএনপি পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাগারে আটকে রেখে নির্যাতন চালিয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী মঈন-ফখর গংরা ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বন্দুকের নলের জোরে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারও সময়ের ব্যবধানে আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হবে। আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন। জাতির এই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতা শহীদ জিয়া পরিবারের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সময় থাকতে শুভ বুদ্ধির উদয় না হলে ক্ষমতাসীন বাকশালীদেরকে কঠোর মূল্য দিতে হবে।
তিনি সোমবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী মেম্বার।
জেলা বিএনপি-যুবদল-ছাত্রদল- শ্রমিক দল- স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, ১ম যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এনামুল হক মাক্কু, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। বিজ্ঞপ্তি